নিয়ম-শৃঙ্খলা

নিয়ম-শৃঙ্খলা

নিয়ম-শৃঙ্খলা
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষের আত্মিক সত্তার বিকাশ ঘটানো। আর মানুষের এই সত্তার বিকাশ ঘটানোর পূর্বশর্ত হচ্ছে শৃঙ্খলা। যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা জাতি নিয়ম-শৃঙ্খলার প্রতি যত বেশি নিষ্ঠাবান সে তত বেশি উন্নত। গুলশান কমার্স কলেজের মৌলিক আদর্শ হচ্ছে সুশৃঙ্খল, দক্ষ, সৎ, আদর্শ ও নিষ্ঠাবান মানুষ তৈরি করা। আর সে লক্ষ্যে কলেজের প্রত্যেক শিক্ষার্থীর কলেজের নিম্নোক্ত নিয়ম-
শৃঙ্খলা মেনে চলতে বাধ্য-
• নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে কলেজে আসতে হবে
ভদ্র-বিনয়ী ও শালীন আচরণ করতে হবে
• শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে
• পোশাক-পরিচ্ছদ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে এবং ছাত্রদের চুল ছোট রাখতে হবে
ক্লাস ছুটির আগে কোনো শিক্ষার্থী বাইরে যেতে পারবে না
• ছুটির পর সুশৃঙ্খলভাবে ছাত্র-ছাত্রীদের কলেজ ত্যাগ করতে হবে
কলেজ ক্যাম্পাসে ধূমপান ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ
কলেজে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, তবে বিশেষ প্রয়োজনে ব্যবহারযোগ্য
• এছাড়াও শিক্ষক-শিক্ষিকা প্রদত্ত সকল আদেশ-নিষেধ মেনে চলতে বাধ্য থাকবে
• রাষ্ট্র ও সমাজবিরোধী কোনও কাজে লিপ্ত হওয়া যাবে না
• রাষ্ট্র, সমাজ, পরিবার ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বশীল হতে হবে
সমাজ বা পরিবারে বড়দের সম্মান, ছোটদের স্নেহ ও আত্মীয়দের প্রতি সহনশীল আচরণের শিক্ষা লাভ করা
• ঝগড়া, মারামারি, পরচর্চা, গুজব ছড়ানো ও সহিংসতা থেকে দূরে থাকা
• কলেজের অ্যাকাডেমিক সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করা।