পরীক্ষা পদ্ধতি

পরীক্ষা পদ্ধতি

পরীক্ষা পদ্ধতি
একাদশ শ্রেণির কোর্স দু'টি সেমিস্টারে শেষ করা হয়। বর্ষ সমাপনী পরীক্ষার মাধ্যমে দ্বাদশ শ্রেণিতে প্রমোশন দেয়া হয়। দ্বাদশ শ্রেণির কোর্স সম্পন্ন করে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেয়া হয়। অতঃপর নির্বাচনী পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে বোর্ড পরীক্ষার জন্য মনোনীত করা হয়। এসব পরীক্ষার ফলাফল মূল্যায়নে শিক্ষার্থীদের উপস্থিতি, মাসিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দেয়া হয়।
• সেমিস্টার পরীক্ষা- প্রতিটি সেমিস্টার সিলেবাসে উল্লিখিত বিষয়াবলির আলোকে অনুষ্ঠিত হবে। সেমিস্টার পরীক্ষার ফলাফল তৈরির ধরন-
▶ সেমিস্টার পরীক্ষা- ৭০ নম্বর মাসিক পরীক্ষা: ২০ নম্বর + উপস্থিতি ও শৃঙ্খলা (৫%+৫%): ১০ নম্বর = ১০০ নম্বর
• মাসিক পরীক্ষা- প্রতি সেমিস্টার পরীক্ষার পূর্বে ২টি মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বিষয়ের জন্য ২০ নম্বরের ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা নেওয়া হয়।