Introduction

Introduction

সূচনা

সুপ্রিয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী- আস্সালামু আলাইকুম।

gcc.edu.bd Website-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়েবসাইটের বিভিন্ন ম্যানু ও সাব-ম্যানুগুলোতে গুলশান কমার্স কলেজের যাবতীয় তথ্য সংযোজন করা হয়েছে- যাতে কলেজটি সম্পর্কে শিক্ষার্থী এবং অভিভাবকগণ একটি সাধারণ ধারণা পেতে পারেন। একটি ওয়েবসাইট কোনো প্রতিষ্ঠানের সামগ্রিক দিক তুলে ধরতে পারে না। মূলতঃ এর মাধ্যমে প্রতিষ্ঠানের একটি সাধারণ ধারণা পাওয়া যায়। তার পরও আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম ও পরিকল্পনার একটি সচিত্র বিবরণ ও প্রয়োজনীয় দিকগুলো এখানে সংযোজন করার চেষ্টা করেছি।

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ওয়েবসাইট হওয়ার কারণে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজনের দিকগুলো মাথায় রেখেই এটিকে সাজানো হয়েছে। এখানে ১২টি ম্যানু ও ৫২টি সাব- ম্যানু রয়েছে। নোটিশ, গ্যালারি ও ফলাফল এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক। এই ওয়েবসাইটের অনেক ম্যানু এবং সাব-ম্যানু পরিবর্তনশীল। এগুলো প্রয়োজনে সময় সময় Update করা হয়। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সকল তথ্য Website-এ পাবে বলে আমরা বিশ্বাস করি। ওয়েবসাইটটি প্রস্তুত করতে যাঁরা সময় দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ পেলে ভবিষ্যতে এই Website-টিকে আরো তথ্যবহুল ও বহুমাত্রিক করে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের Website Visit করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।