প্রধান উপদেষ্টার বাণী
প্রধান উপদেষ্টা গুলশান কমার্স কলেজ
সর্বশক্তিমানের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি- যিনি আমাদেরকে সুস্থ-সুন্দর জীবন উপহার দিয়ে বিবেকবান, মানবিক, সৃজনশীল, উদ্যমী ও জ্ঞান অন্বেষণে আগ্রহী করে সৃষ্টি করেছেন। সুদীর্ঘ প্রায় ৬০ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, শিক্ষার প্রায়োগিক বাস্তবতা ও নিবিড় পর্যক্ষেণের অভিজ্ঞতা দিয়ে গুলশান কমার্স কলেজকে একটি আদর্শ বিদ্যাপীঠ ও ব্যবসায় শিক্ষায় অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে এর জন্মলগ্ন থেকে যুক্ত হয়েছিলাম। ২০০৮ সাল থেকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল: ২০১৭ সালে ঢাকা বোর্ডের মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন; ২০১৯ সালে ঢাকা মহানগরীর কলেজসমূহের মধ্যে অধ্যক্ষ এম এ কালাম শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়াসহ কলেজের সার্বিক চিত্র আমাদেরকে আশাবাদী করে তুলেছে। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি বাস্তবায়নে এ সব সাফল্য নিত্য-নতুন উদ্ভাবনী কৌশল নিয়ে এগিয়ে যেতে আমাদেরকে আরো উৎসাহ যোগাবে।
বর্তমানে শিক্ষা ব্যবস্থা নানা প্রকার সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। আধুনিক বিশ্বের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের লক্ষ্যে এ জাতীয় সংস্কার সময়ে দাবী। নিত্য নতুন এসব বিষয়ের সাথে আমাদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের রয়েছে নানামুখী কর্মপ্রচেষ্টা। শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদারিত্বের প্রশ্নে আমরা সদা সচেতন।
গুলশান কমার্স কলেজ শুধুমাত্র ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণিতে শিক্ষা কার্যক্রম চালু করার পর পেরিয়ে গেছে প্রায় ১৯টি বছর। দীর্ঘ এই যাত্রাকালে কলেজটি অনেক গুণীজনের পরামর্শ পেয়েছে। এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখে উচ্চশিক্ষায় সুযোগ করে নিয়েছে। বর্তমানে তারা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত। গুণীজনদের আর্শীবাদধন্য ও অভিভাবক- শিক্ষার্থীদের আস্থাভাজন এই প্রতিষ্ঠানটি বিশ্বায়ন ও আধুনিকায়নের সাথে তালমিলিয়ে এগিয়ে যাবে এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সহায়কের ভূমিকায় অবতীর্ণ হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
গুলশান কমার্স কলেজের এই গৌরবোজ্জ্বল পথ চলায় শিক্ষা প্রশাসনের সম্মানিত ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তি, এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থী সকলের সহযোগিতায় আমরা ধন্য। কলেজটির গৌরময় পথপরিক্রমায় আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ আমাদের সাহস ও
প্রেরণা যোগাবে।
মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। -আমিন।
প্রফেসর মোঃ মঈনউদ্দিন খান
এ্যামিরেটস প্রফেসর, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি যারেক ডীন, বিজনেস স্টাডিজ অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।